Translate

Thursday, 23 April 2020

Love Story | Back to Ex Lover | বাংলা ভালোবাসার গল্প | School life Relationship

Back to Ex Lover 

ভালোবাসার গল্পঃ- 

মেয়েটার নাম ছিল টুম্পা...
আমি তখন দশম শ্রেনীতে পড়ি ...
ওর সাথে আমার নবম শ্রেনি থেকেই কথা হতো..
আর দশম শ্রেনিতে উঠে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়...
কোন কারনে আমার মন খারাপ হলে বা বাড়ি থেকে বকা ঝকা করলে একমাত্র ওই ছিলো যাকে আমি সবার আগে আমার পাশে পেতাম..
সুখে দুঃখে ও আমার পাশে থাকত...
স্কুলে সব সময় ও আমাকে আর আমি ওকে সময় দিতাম...
ট্রিফিন পিরিয়ডে আমরা আরো কাছাকাছি বসে হাতে ধরা ধরি করে কথা বলতাম গল্প করতাম...
এক সময় আমি ওকে প্রপোজ করলাম...
প্রপোজ কারার পর অবশ্য আমি একটু ভয়ে ছিলাম..
তার পর ও সাথে সাথে রাজি হয়ে গেল..
তখন আমরা দুই জনই খুব Excited ছিলাম...
আমাদের মধ্যে সম্পর্কটা আরও অনেক গভীর হয়ে যায়...
বাড়িতে যতক্ষন পর্যন্ত থাকতাম বেশিরভাগ সময়ই এস  এম এস করতাম আর স্কুল বন্ধ থাকলে বিকাল বেলায় টুম্পাদের বাড়ির দিকে ঘুরতে যেতাম...
আর দেখা করতাম..
একবার টুম্টা আমার এক বন্ধু তন্ময়ের সাথে কথা বলতে না করে আর বলে তোমার ওই বন্ধুর সাথে কোন যোগাযোগ রাখবা না...আর ওর সাথে মিশবানা...
আমি বললাম কেন কি হইছে,ওকি খারাপ কিছু বলছে তুমাকে,বল আমাকে...
টুম্পা বললো না ও আমাকে কিছুই বলে নাই...
ওকে আমার ভালো লাগেনা...
শুধু টুম্পার কথায় আমি আমার বন্ধু তন্ময়ের সাথে কথা বলা ও সকল যোগাযোগ বন্ধ করে দেই...
এই ভাবে কেটে যায় এস এস সি পরিক্ষা পর্যন্ত.........
পরে আমি বোঝতে পারি তনময় সিগারেট খাইতো তাই টুম্পা তন্ময়ের সাথে আমাকে মিশতে না করেছিলো...
এস এস সি পরিক্ষার পর কিছু দিন সব কিছু স্বাভাবিকই থাকে.. কিছুদিন পর থেকে আর আগের মতো এস এম এস দিতনা আমি এস এম এস দিলেও ঠিক মতো উত্তর দিতনা...
টুম্পা বলতো বাড়ি থেকে মোবাইল ব্যবহার করতে দিবেনা..
আর ওর জন্য ছেলে দেখতেছে...
একদিন এস এম এস এ বলতেছে বাড়ি থেকে ওর বিয়ে ঠিক করেছে...

আর ১ সপ্তাহ পরে বিয়ে...
আমার করার কিছুই ছিলনা...
আমি কোনো কিছু না ভেবেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই...
আমি ওকে বলি চলো টুম্পা আমরা পালিয়ে যাই...
আমি তোমাকে ছাড়া থাকতে পারব না...
টুম্পা বলল আমি আমার পরিবার কে কষ্ট দিয়ে তোমার সাথে পালিয়ে যেতে পারবোনা...
আমাকে মাফ করে দাও...
আমি দিশেহারা হয়ে যাই...
শুধু কান্না করা ছাড়া আমার আর কিছু করার ছিলোনা...
টুম্পার বিয়ের আর দুইদিন বাকি মনে হচ্ছে টুম্পার বিয়ের দিনের সাথে সাথে আমার মৃত্যুর দিনও ঘনিয়ে আসছে...
বিয়ের দিন বিকাল বেলা অচেনা একটা নম্বর থেকে ফোন আসে আমার ফোনে...
ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে টুম্পা কান্না যুক্ত কন্ঠে বলতেছে...বাবু খাইছ..
আমি উত্তরে বলি না খাইনাই...
টুম্পা বলে বাবু  খেয়ে নাও...
এতো ভেঙ্গেপরোনা প্লিজ...
আমার কিছু করার নাই,আমি পরিস্থিতির স্বীকার...
পারলে আমাকে মাফ করে দিও..
তোমার জন্য দোআ করি...
আমার চাইতে অনেক সুন্দর আর লক্ষী একটা বউ পাবা তুমি..
ভালো থাকো.......
এই গল্পটা আমার খুব কাছের একজন বন্ধুর জীবনে ঘটে গেছে..

No comments:

Post a Comment

This is very Interesting Blogging Site. I Post Regularly more types of Interesting topics. Stay with me

Lockdown time Daily Routine | Alone life | West Bengal

Daily Routine | Lockdown Time  West Bengal | Alone Life      #Lockdown_Time #Daily_Routine  #Alone_life লকডাউনে আমার যেভাবে সারা...