Poem about Corona :- কবিতা - করোনা বন্দনা
Name of poem: Corona Bandhana ??
Don't What is your name Don't say one thing Do you know nowPeople have named you
COVID - 19.
Why don't you say so
The people of the world on your arrival
Doesn't hurt anymore.
All good now
The light of love is now burning in the country.
We don't see you
Someone other than you
Don't be afraid anymore.
Are you with somebody
Meet in a dream
Someone take you again -
The story is fun.
We are afraid of you now.
Not out of the house,
The only thing going on, Rob.
How much dress, how careful
Only love for you (?)
Washing hands, sitting and
lying down,
No more time
Unarmed war And that's not good.
All over the world at your arrival-
As powerful as ever,
Being robbed helplessly -
After dust and soil.
The body is falling after the body.
Car capable of stopping,
All the efforts went in vain today-
To stop you
You are such a little king,
Big Kings Can't Find -
It's fine to give you.
When will you go Where to go?
The people of this world -
Be free of fear
How many people come to you-
Looking for a gap-
focus What a chance,
Greed has increased for them,
Luxury has increased.
Don't say, please don't-
How long is this earth-
Have you taken a lease?
Or you can't go any further -
As long as the people of this world-
Don't be a good person
করোনাকে নিয়ে কবিতা-
কবিতার নাম : করোনা বন্দনা
করোনা
সত্যি তোমার নামটা কি?
একটুখানি বলোনা।
তুমি কি জানো এখন,
মানুষ তোমার নাম রেখেছে
COVID - 19.
তুমি এমন কেন বলোনা-
তোমার আগমনে পৃথিবীর মানুষ
এখন আর হানাহানি করেনা।
সবাই এখন ভালো,
দেশে দেশে জ্বলছে এখন ভালোবাসার আলো।
তোমাকে আমরা দেখিনা,
তোমাকে ছাড়া অন্য কাউকে
এখন আর ভয় করিনা।
তুমি নাকি কারো সাথে-
সাক্ষাৎ করো স্বপ্নে,
কেউ আবার তোমাকে নিয়ে-
মজে যায় গাল গল্পে।
তোমার ভয়ে আমরা এখন-
ঘরের বাহির হইনা,
চলছে শুধু সাজ সাজ রব,
কতোনা পোষাক, কতোনা সজাগ,
শুধু তোমারি জন্য অনুরাগ(?)
হাত-মুখ ধোয়া, বসা আর শোয়া,
সময় যে আর কাটেনা,
অস্ত্র বিহীন এমন যুদ্ধ-
আর যে ভালো লাগেনা।
তোমার আগমনে সারা দুনিয়ার-
যত সব ক্ষমতাধর,
লুটায়ে পড়েছে অসহায় হয়ে-
ধুলা আর মাটির পর।
লাশের পরে লাশ পড়িতেছে-
রুখানোর সাধ্য কার,
সকল চেষ্টা বৃথা গেল আজ-
তোমাকে রুখাবার।
তুমি এমন এক ছোটো রাজা,
বড় রাজারা খুঁজে পাচ্ছেনা-
তোমাকে দিতে সাজা।
তুমি কবে যাবে? কোথায় যাবে?
বতদিনে এই পৃথিবীর মানুষ-
ভয়মুক্ত হবে?
তোমার আগমনে কত্তো লোক-
খুঁজছে কত্তো ফাঁক-ফোকর-
নিচ্ছে কতো সুযোগ,
লোভ-লালসা বেড়ে গেছে তাদের,
বেড়ে গেছে বিলাস-ভোগ।
বলোনা, বলোনা প্লিজ-
কতদিনের জন্য এই পৃথিবীটা-
নিয়েছো তুমি লিজ?
নাকি তুমি আর যাবেনা-
যতোদিন এই পৃথিবীর মানুষ-
ভালো মানুষ হবেনা।
Baaah....nice
ReplyDeleteValo legheche
ReplyDeleteCorona go , O Corona , Corona go, Go Corona
ReplyDelete