অনুপস্থিতি
-পিয়াস হাসান
জানো,
আজ আবার রংধনু উঠেছে আকাশে তুমুল ঝড়ের পর,
আজ সূর্য তবুও হাসছে না,
তুমি নেই বলে।
জানো তো,
আজ বাগানে অনেক ফুল ফুটেছে,
রঙ্গিন হয়েছে পুরো বাগান, তবু গন্ধ ছড়ায় না,
শুধু তুমি নেয় বলে।
আজ ব্যস্ত সবাই, ব্যস্ত আমি হাজারো মানুষের ভিড়ে,
তবুও শূন্যতা থেকেই গেছে,
তুমি নেয় বলে।
আজ হয়তো তোমায় ছাড়া আমি থাকতে পারছি,
তবে তোমার ভাবনা আজ আমার অভ্যাস,
এই হাসি,এই কাঁদি,এই আনমনা,
শুধুই তুমি নেয় বলে।
Baaah.... Osthir boss...
ReplyDeleteকে লিখেছে সেটা দেখতে হবে তো
Deleteআপা মনি এগুলো কি দিলেন???
ReplyDeleteVery nice
ReplyDelete