Misunderstanding
ভূল বুঝাবুঝিঃ-
ভূল বুঝাবুঝি ও অভিমান সম্পর্কের মধ্যে থাকা অনেক বড় একটা প্রাণঘাতী ভাইরাসের মতোই। বেশিরভাগ সময়ই এই ভাইরাসটির জন্য সম্পর্কের ইতি টানতে হয়। একটি সম্পর্ক তৈরী করা যতটা কঠিন ঠিক ততটাই সহজ এটিকে শেষ করে দেওয়া। তিল তিল করে গড়ে তোলা এক একটি সম্পর্ক অনেক মূল্যবান হয়ে থাকে। যার সাথে জড়িয়ে থাকে অনেক স্মৃতি, ভালোবাসা, অভিমান, ভূল বুঝাবুঝি আরো অনেক কিছু।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি, মানুষ যতটা কষ্ট আর সাধনা করে একটা সম্পর্ক তৈরী করে তার ১০ ভাগের ১ ভাগ ও সম্পর্ক টিকিয়ে রাখতে করে না। আর তাই আমরা সত্যিকারের সম্পর্ক ও ভালোবাসা পেয়েও হারিয়ে পেলি। একটি সম্পর্ক হয়ে যাওয়ার পর আমরা সেটাকে অবহেলা করি দিনের পর দিন। ছোট্ট একটা ভূলের জন্যও ক্ষমা না করে ইগো টাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। যার ফলাফল আমরা খুব খারাপ ভাবেই ভোগ করি।
একটি ভূল সিদ্ধান্ত ও অতিরিক্ত ইগো আমাদের জীবন নষ্ট করে ফেলার জন্য যথেষ্ট। আর এসবের জন্য আমরা অনেক আপনজনকে হারিয়ে ফেলি। তারপর ও মানুষ এমন একটা প্রাণী যে সহজে ভূল থেকে শিক্ষা নিতে চায় না। বার বার একি ভূল করার পরও আমরা ঠিক হই না। হয়তো মানুষ ভূল করতেই বেশি পছন্দ করে।
যাকে ছাড়া তুমি থাকতে পারবে না জানো তাকে দূরে সরিয়ে দিও না। তাকে অবহেলা করে ইগো দেখিও না। মনে রেখো হয়তো তোমার রাগ, অভিমান, ইগো সবকিছু একটা সময় শেষ হয়ে যাবে। কিন্তু সে মানুষটাকে তোমার জীবনে আর নাও ফিরে পেতে পারো। তখন তুমি বঝবে তুমি কতটা সঠিক ছিলে। কিন্তু সেই বোঝা দিয়ে তখন কিছুই হবে না। বড্ড দেরি হয়ে গেল তখন।
সুতরাং মনে রেখো; রাগ, অভিমান আর অবহেলা করার পরিমাণটা বুঝে শুনে,মেপে আর ভেবে কইরো। 🙄
কিন্তু দুঃখজনক হলেও সত্যি, মানুষ যতটা কষ্ট আর সাধনা করে একটা সম্পর্ক তৈরী করে তার ১০ ভাগের ১ ভাগ ও সম্পর্ক টিকিয়ে রাখতে করে না। আর তাই আমরা সত্যিকারের সম্পর্ক ও ভালোবাসা পেয়েও হারিয়ে পেলি। একটি সম্পর্ক হয়ে যাওয়ার পর আমরা সেটাকে অবহেলা করি দিনের পর দিন। ছোট্ট একটা ভূলের জন্যও ক্ষমা না করে ইগো টাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। যার ফলাফল আমরা খুব খারাপ ভাবেই ভোগ করি।
একটি ভূল সিদ্ধান্ত ও অতিরিক্ত ইগো আমাদের জীবন নষ্ট করে ফেলার জন্য যথেষ্ট। আর এসবের জন্য আমরা অনেক আপনজনকে হারিয়ে ফেলি। তারপর ও মানুষ এমন একটা প্রাণী যে সহজে ভূল থেকে শিক্ষা নিতে চায় না। বার বার একি ভূল করার পরও আমরা ঠিক হই না। হয়তো মানুষ ভূল করতেই বেশি পছন্দ করে।
যাকে ছাড়া তুমি থাকতে পারবে না জানো তাকে দূরে সরিয়ে দিও না। তাকে অবহেলা করে ইগো দেখিও না। মনে রেখো হয়তো তোমার রাগ, অভিমান, ইগো সবকিছু একটা সময় শেষ হয়ে যাবে। কিন্তু সে মানুষটাকে তোমার জীবনে আর নাও ফিরে পেতে পারো। তখন তুমি বঝবে তুমি কতটা সঠিক ছিলে। কিন্তু সেই বোঝা দিয়ে তখন কিছুই হবে না। বড্ড দেরি হয়ে গেল তখন।
সুতরাং মনে রেখো; রাগ, অভিমান আর অবহেলা করার পরিমাণটা বুঝে শুনে,মেপে আর ভেবে কইরো। 🙄
★★ Misunderstanding and pride are like a fatal virus in a relationship. Most of the time, the virus has to end the relationship. Building a relationship is just as easy as ending it. Sesame is a very valuable relationship. Many memories, love, pride, misunderstandings, and many more.
But sadly, the truth is, as much as people try and make a relationship, they do not have to share their 5 percent and sustain the relationship.. And so we lose even the true relationship and love. We neglect it once a relationship has been made, day after day. I prefer the Ego Taka, without even forgiving the one little mistake. The consequences of which we suffer very badly.
One wrong decision and extra Iago is enough to ruin our lives. And for this we lose a lot of people. Then he is a creature that does not want to be easily mistaken. We are not okay even after repeated mistakes. Maybe people like to make mistakes.
Don't move away from someone you know you can't live without. Don't neglect him, Iago. Remember that maybe your anger, pride, Iago will be gone for a while. But you can never get that person back in your life. Then you realize how right you were. But with that burden nothing will happen. It was too late. So remember; Understand the extent of anger, pride, and neglect, measure and think.
But sadly, the truth is, as much as people try and make a relationship, they do not have to share their 5 percent and sustain the relationship.. And so we lose even the true relationship and love. We neglect it once a relationship has been made, day after day. I prefer the Ego Taka, without even forgiving the one little mistake. The consequences of which we suffer very badly.
One wrong decision and extra Iago is enough to ruin our lives. And for this we lose a lot of people. Then he is a creature that does not want to be easily mistaken. We are not okay even after repeated mistakes. Maybe people like to make mistakes.
Don't move away from someone you know you can't live without. Don't neglect him, Iago. Remember that maybe your anger, pride, Iago will be gone for a while. But you can never get that person back in your life. Then you realize how right you were. But with that burden nothing will happen. It was too late. So remember; Understand the extent of anger, pride, and neglect, measure and think.
One wrong decision and extra Iago is enough to ruin our lives. And for this we lose a lot of people. Then he is a creature that does not want to be easily mistaken. We are not okay even after repeated mistakes. Maybe people like to make mistakes.
Don't move away from someone you know you can't live without. Don't neglect him, Iago. Remember that maybe your anger, pride, Iago will be gone for a while. But you can never get that person back in your life. Then you realize how right you were. But with that burden nothing will happen. It was too late. So remember; Understand the extent of anger, pride, and neglect, measure and think.
কেউ যদি কাউকে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরে যদি তাকেই দায়ী করে পুকুরে কেনো নামলো তখন কি তা লিগেল হবে?? কি মনে করেন??
ReplyDeleteচিন্তার বিষয়
Deleteআমি ছোট মানুষ ঐসব বুঝি না আপু
ReplyDeletehttps://tushintabassum17.blogspot.com/?m=1
ReplyDelete😍
ReplyDeleteNice
ReplyDeleteNice Writing
ReplyDeleteReally Nice
ReplyDelete