Eid ul fitr 2020
Eid Mubarak
এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদ সন্নিকটে। এইবারের ঈদটা আগের ঈদ গুলোর মতো নয়। Eid ul fitr 2020 এমন একটা সময়ে উদযাপন হতে চলেছে যে সময় গোটা দুনিয়া করোনা ভাইরাসের হুমকিতে। লকডাউন চলছে গোটা বিশ্ব জুড়ে। যা ঈদের আনন্দকে শেষ করে দিয়েছে।
ঈদের কেনাকাটা কিংবা আত্মীয় স্বজনরা মিলে আনন্দ করার তেমন সুযোগ নেই এবার। সুতরাং বলা যায় এবারের ঈদ অনেকটা সাদামাটা ভাবে উদযাপন হবে। Eid 2020 কে পৃথিবীর সবাই মনে রাখবে। মুসলমানদের জন্য এটি খুব বেদনাদায়ক ঈদ।
আশা করি পৃথিবী আবারও তার আগের রূপে ফিরে আসবে। ঈদের সেই হৈচৈ আনন্দ, কেনাকাটা আবারও জমজমাট হবে।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন ও সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ঈদ মোবারক
STAY HOME
STAY SAFE
Eid mubarak 💖
How to download Eid Mubarak Images 2020 for free?
ReplyDelete