Translate

Friday, 19 June 2020

Lockdown time Daily Routine | Alone life | West Bengal

Daily Routine | Lockdown Time 

West Bengal | Alone Life 
   #Lockdown_Time

#Daily_Routine 

#Alone_life

লকডাউনে আমার যেভাবে সারাদিন কাটেঃ-

★ (সকাল)- ছোটবেলার অভ্যাস অনুযায়ী প্রতিদিন খুব ভোরে উঠা হয়। উঠেই মোবাইলটা হাতে নিয়ে অনলাইনে উঁকি মেরে কেউ একজনকে শুভ সকাল জানাই।  এর উঠে শরীর ঠিক রাখার জন্য নিয়মিত ব্যয়াম করা হয়।   এরপর ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আবার মোবাইলটি হাতে নিয়ে YouTube, Facebook ঘাটাঘাটি করা হয়।  এরপর মেমসাহেব ঘুম থেকে উঠলে তার সাথে আলাপচারিতা চলে ২/১ ঘন্টা। 

(বিঃদ্রঃ আমি কিন্তু এখন পশ্চিম বঙ্গের যেই বাসায় আছি পুরো বাসায় আমি একা আছি। জীবনের সবচেয়ে সাহসিকতার সময়টুকু অতিবাহিত করতেছি।) 

এরপর বাহিরে গিয়ে বাজার করে নিয়ে আসি রান্না করার জন্য।  প্রতিদিন আমাকে রান্না করে খেতে হচ্ছে।  আশেপাশের সব হোটেল বন্ধ।  


★ (দুপুরবেলা) - ভাত তরকারি রান্না করে রুম পরিষ্কার করে গোসল সেরে নেওয়া হয়। আবারও সেই মোবাইল হাতে অনলাইনে সময় কাটানো হয়।  তারপর খাওয়া শেষে আবার মোবাইল।  শুয়ে শুয়ে চলতে থাকে মোবাইল টিপাটিপি। 


★(বিকেলবেলা)-  বাড়িতে কথা বলা, শুয়ে থাকা, ছাদে হাটাহাটি, আবার ব্যায়াম করা হয় পেট কমানোর জন্য।  দৈনিক দুইবার ব্যায়াম চলতেছে।  বিকেলের হালকা নাস্তা খেয়ে আবার মোবাইল চালানো হয়।  এভাবে সন্ধ্যা হয়ে যায়।  চারপাশটা আরো নিরব হতে শুরু করে ধীরে ধীরে।  

ছোট থেকেই রাতে রুমে একা থাকতে ভয় পেতাম।  আর এখন পুরো বিল্ডিংয়ের মধ্যে আমি একা।  সুতরাং রাত নামতেই আমার বুকটা কেঁপে উঠে


★ (রাতেরবেলা) - দরজা, জানালা সব অফ করে বিছানায় বসে বসে মোবাইলে অনলাইনে থাকি।  রাতের খাবার শেষ করে সেই মোবাইল আমার সঙ্গী।  সারারাত লাইট জ্বালিয়ে রাখি। মনে মনে দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি।  এভাবেই আমার প্রতিটি দিন কাটছে। 


করোনা ভাইরাসের জন্য বাড়িতে আসা হয় নি তাই এভাবে একাকী কাটছে আমার সময়। খুব অসহ্য হয়ে আছি প্রতিটি মূহুর্তে।  


★★ তোমাদের লকডাউনের সময় কেমন কাটছে গ্রুপে পোস্ট করে জানাবে 

ধন্যবাদ 💖

Lockdown time Daily Routine | Alone life | West Bengal

Daily Routine | Lockdown Time  West Bengal | Alone Life      #Lockdown_Time #Daily_Routine  #Alone_life লকডাউনে আমার যেভাবে সারা...