Bangla Book review (পথের পাঁচালী)
5 April,2020 (Sunday)
Novel: Pather Pechali
Novelist: Bibhutibhushan Bandyopadhyay
Novelist: Bibhutibhushan Bandyopadhyay
![]() |
P.C: Fariha Tabassum |
★ Nishchindipur village.
Like Durga and her doll, Adu's younger brother Apu. Growing up in a world of scarcity, the awkwardness of childhood, opening the mind to the world of fantasy. Indra Thakurun's affection for the younger brother-in-law, however, left an impression on the elderly 'father' (PC), and dependent on his family. Two children grow up in the middle of a hundred or so. But brothers and sisters are each other's lives.. Durga walks through the village all day, whose tree has mango trees, which flowers at the jungle is her fingertips. He picked up an amphitheater, a suit, a closet, a booklet for his brother. When Apu is away, how can a sister feel for her sister while eating good food? Her grandmother never played with these toys as she saw good toys, She will grow up and buy good toys on her side. Again, if the fair is settled in the village, the sister will deposit the money in the brother's name. They struggle with harassment, but they hurt themselves because they hurt each other.
Brother sister's seeking is very slight. If you have a little Alta then you don't want anything else. The puppy's box was filled with his life, which he received. And Apu? Shy boy Apu, the attraction of the book is strong. It's hard to get a book on the table. But he asks her for a book. He asks for a weekly paper. He read the story and dreamed that one day, like the characters in the book, he would come out to know the unknown, in all the expeditions. The song of a lonely traveler who got away was very drawn to him. Even in the midst of hundreds of hardships, parents save money for paper. And the mother's sad son cannot feed the girls.
In the meantime, life moves forward, novels move forward. The novel brings up the nature-environment of the traditional village of Bengal, the dignity of the dignified but short lived life. Shown is the image of a life changing, life-sustaining society. But everything is printed here and there is a desire to know the unknown of a child in this world. A new-mindedness, imagination, thinking, and skill that has erupted in the novel. I have no comparison. And at the same time, it is shown that the human mind has a strong pull of love, affection and affection for its people.. At the same time, we are depicted how cruel and bitter we can actually become.
The narration may seem a bit long somewhere in the novel. And even though the emotions of each character's emotions are well-documented throughout the novel, the rhythm of emotion came from one place to another. It was as if they were a little dark. In that place, the desire for a deeper understanding remains, not satisfied.
Lastly, this novel is a novel not to read once, but repeatedly.
The narration may seem a bit long somewhere in the novel. And even though the emotions of each character's emotions are well-documented throughout the novel, the rhythm of emotion came from one place to another. It was as if they were a little dark. In that place, the desire for a deeper understanding remains, not satisfied.
Lastly, this novel is a novel not to read once, but repeatedly.
উপন্যাসঃ পথের পাঁচালী
ঔপন্যাসিকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
★নিশ্চিন্দিপুর গ্রাম।
দুর্গা আর তার পুতুলের মত আদুরে ছোট্ট ভাই অপু। অভাবের সংসারে তাদের বেড়ে ওঠা, শৈশবের দুরন্তপনা, কল্পনার জগতে মন খুলে উড়া।
বৃদ্ধ 'পিতি'র (পিসি) প্রতি দুর্গার টান, আর অন্যের সংসারে আশ্রিত হয়েও ছোট্ট ভাইঝির প্রতি ইন্দির ঠাকুরুন এর ভালবাসা শুরুতেই মনে ছাপ ফেলে যায়। শত অযত্ন আর না পাওয়ার মাঝেই বাড়তে থাকে দুটি শিশু। কিন্তু ভাই বোন একে অপরের প্রান। দুর্গার সারাটা দিন গ্রামের মাঝে ঘুরে বেড়ায়, কার গাছে আম পেকেছে, কোন জঙ্গলে ফুল ফুটেছে তা তার নখদর্পন। সে আমটা, জামটা, কুলটা, বইচেটা কুড়িয়ে আনে ভাইয়ের জন্য। অপু দূরে বেড়াতে গিয়ে ভাল ভাল খাবার খাওয়ার সময় বোনের জন্য মন কেমন করে, ভাবে তার দিদি তো জানেও না এমন ভাল খাবার খাওয়া যায়। ভাল খেলনা দেখে ভাবে তার দিদিটা এইসব খেলনা নিয়ে কখনো খেলেনি, সে বড় হয়ে তার দিদিকে ভাল ভাল খেলনা কিনে দিবে। আবার গ্রামে মেলা বসলে বোন টাকা জমায় ভাইয়ের আব্দার পূরণ করবে বলে। তারা ঝগড়াও লাগে হরহামেশা, কিন্তু একজন আরেকজনকে কষ্ট দেয়ায় নিজেরাই কষ্ট পায়।
ভাই বোন এর চাওয়া খুব সামান্য। একটু আলতা হলে দুর্গার আর কিছু চাই না। কুড়িয়ে পাওয়া এটা সেটা দিয়ে ভর্তি তার পুতুলের বক্সটাই তার প্রাণ। আর অপু? লাজুক ছেলে অপু, বই এর প্রতি আকর্ষন প্রবল। পাড়া গায়ে বই পাওয়া দুষ্কর। কিন্তু সে এর ওর কাছ থেকে বই চেয়ে নিয়ে পড়ে। সাপ্তাহিক কাগজটার জন্য সে পথ চেয়ে থাকে। সে গল্প পড়ে আর সপ্ন দেখে একদিন বইয়ের চরিত্রদের মত সেও বের হবে অজানাকে জানতে, দুরহ সব অভিযানে। দূরে মিলিয়ে যাওয়া একলা পথিকের গান খুব টানে তাকে। বাবা হরিহর শত কষ্টের মাঝেও তাই কাগজের জন্য পয়সা বাচায়। আর মা সরজার দুঃখ ছেলে মেয়েদের ভাল কিছু খেতে দিতে পারে না।
এসবের মাঝেই এগিয়ে চলে জীবন, এগিয়ে চলে উপন্যাস। উপন্যাসটিতে উঠে এসেছে চিরায়ত গ্রাম বাংলার প্রকৃতি-পরিবেশ, সম্মানিত কিন্তু সল্পবিত্তের জীবনের সংঘাত। দেখানো হয়েছে জীবনের তাগিদে জীবনের পরিবর্তনশীলতা, বয়ে চলা জীবনে স্থির সমাজের চিত্র। কিন্তু সব কিছু ছাপিয়ে এখানে ফুটে উঠেছে অবাক এ পৃথিবীতে এক শিশুর অজানাকে জানতে চাওয়ার আকাঙ্খা । এক নবীন মনের ভাব, কল্পনা, চিন্তা-চেতনা যে দক্ষতায় উপন্যাসটিতে ফুটে উঠেছে তার কোন তুলনা আমার কাছে নেই। আর সেই সাথে দেখানো হয়েছে আপন মানুষদের জন্য মানুষের মনের প্রবল টান-ভালবাসা, স্নেহ-মমতা। আবার একই সাথে আমরা আপন ব্যাতিত অন্যকারো কথা আসলে কতটা নির্দয় আর কেঠোর হয়ে ওঠতে পারি তার চিত্রও তুলে ধরা হয়েছে ।
উপন্যাসের কোথাও কোথাও বর্ননা একটু দীর্ঘ মনে হতে পারে। আর পুরো উপন্যাসে প্রতিটি চরিত্রের মনের আবেগ সুনিপুণভাবে তুলে ধরা হলেও একটি জায়গায় এসে যেন আবেগের তালটি কেটে গেছে মনে হয়েছেi, যেন একটু তারাহুরো করা হয়েছে। সেই জায়গাটিতে আরেকটু গভীর উপলব্ধির আকাঙ্খা যেন রয়ে যায়, মন পরিতৃপ্ত হয় না।
শেষ কথা, এই উপন্যাস একবার না, বার বার পড়ার মতই একটি উপন্যাস।
ঔপন্যাসিকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
★নিশ্চিন্দিপুর গ্রাম।
দুর্গা আর তার পুতুলের মত আদুরে ছোট্ট ভাই অপু। অভাবের সংসারে তাদের বেড়ে ওঠা, শৈশবের দুরন্তপনা, কল্পনার জগতে মন খুলে উড়া।
বৃদ্ধ 'পিতি'র (পিসি) প্রতি দুর্গার টান, আর অন্যের সংসারে আশ্রিত হয়েও ছোট্ট ভাইঝির প্রতি ইন্দির ঠাকুরুন এর ভালবাসা শুরুতেই মনে ছাপ ফেলে যায়। শত অযত্ন আর না পাওয়ার মাঝেই বাড়তে থাকে দুটি শিশু। কিন্তু ভাই বোন একে অপরের প্রান। দুর্গার সারাটা দিন গ্রামের মাঝে ঘুরে বেড়ায়, কার গাছে আম পেকেছে, কোন জঙ্গলে ফুল ফুটেছে তা তার নখদর্পন। সে আমটা, জামটা, কুলটা, বইচেটা কুড়িয়ে আনে ভাইয়ের জন্য। অপু দূরে বেড়াতে গিয়ে ভাল ভাল খাবার খাওয়ার সময় বোনের জন্য মন কেমন করে, ভাবে তার দিদি তো জানেও না এমন ভাল খাবার খাওয়া যায়। ভাল খেলনা দেখে ভাবে তার দিদিটা এইসব খেলনা নিয়ে কখনো খেলেনি, সে বড় হয়ে তার দিদিকে ভাল ভাল খেলনা কিনে দিবে। আবার গ্রামে মেলা বসলে বোন টাকা জমায় ভাইয়ের আব্দার পূরণ করবে বলে। তারা ঝগড়াও লাগে হরহামেশা, কিন্তু একজন আরেকজনকে কষ্ট দেয়ায় নিজেরাই কষ্ট পায়।
ভাই বোন এর চাওয়া খুব সামান্য। একটু আলতা হলে দুর্গার আর কিছু চাই না। কুড়িয়ে পাওয়া এটা সেটা দিয়ে ভর্তি তার পুতুলের বক্সটাই তার প্রাণ। আর অপু? লাজুক ছেলে অপু, বই এর প্রতি আকর্ষন প্রবল। পাড়া গায়ে বই পাওয়া দুষ্কর। কিন্তু সে এর ওর কাছ থেকে বই চেয়ে নিয়ে পড়ে। সাপ্তাহিক কাগজটার জন্য সে পথ চেয়ে থাকে। সে গল্প পড়ে আর সপ্ন দেখে একদিন বইয়ের চরিত্রদের মত সেও বের হবে অজানাকে জানতে, দুরহ সব অভিযানে। দূরে মিলিয়ে যাওয়া একলা পথিকের গান খুব টানে তাকে। বাবা হরিহর শত কষ্টের মাঝেও তাই কাগজের জন্য পয়সা বাচায়। আর মা সরজার দুঃখ ছেলে মেয়েদের ভাল কিছু খেতে দিতে পারে না।
এসবের মাঝেই এগিয়ে চলে জীবন, এগিয়ে চলে উপন্যাস। উপন্যাসটিতে উঠে এসেছে চিরায়ত গ্রাম বাংলার প্রকৃতি-পরিবেশ, সম্মানিত কিন্তু সল্পবিত্তের জীবনের সংঘাত। দেখানো হয়েছে জীবনের তাগিদে জীবনের পরিবর্তনশীলতা, বয়ে চলা জীবনে স্থির সমাজের চিত্র। কিন্তু সব কিছু ছাপিয়ে এখানে ফুটে উঠেছে অবাক এ পৃথিবীতে এক শিশুর অজানাকে জানতে চাওয়ার আকাঙ্খা । এক নবীন মনের ভাব, কল্পনা, চিন্তা-চেতনা যে দক্ষতায় উপন্যাসটিতে ফুটে উঠেছে তার কোন তুলনা আমার কাছে নেই। আর সেই সাথে দেখানো হয়েছে আপন মানুষদের জন্য মানুষের মনের প্রবল টান-ভালবাসা, স্নেহ-মমতা। আবার একই সাথে আমরা আপন ব্যাতিত অন্যকারো কথা আসলে কতটা নির্দয় আর কেঠোর হয়ে ওঠতে পারি তার চিত্রও তুলে ধরা হয়েছে ।
উপন্যাসের কোথাও কোথাও বর্ননা একটু দীর্ঘ মনে হতে পারে। আর পুরো উপন্যাসে প্রতিটি চরিত্রের মনের আবেগ সুনিপুণভাবে তুলে ধরা হলেও একটি জায়গায় এসে যেন আবেগের তালটি কেটে গেছে মনে হয়েছেi, যেন একটু তারাহুরো করা হয়েছে। সেই জায়গাটিতে আরেকটু গভীর উপলব্ধির আকাঙ্খা যেন রয়ে যায়, মন পরিতৃপ্ত হয় না।
শেষ কথা, এই উপন্যাস একবার না, বার বার পড়ার মতই একটি উপন্যাস।
Baaaah onk sundor likhlen...just awesome book review😍😍
ReplyDeleteI learn more from it Book Review
ReplyDelete