Translate

Friday, 8 May 2020

What is Period? | Period Problems | ঋতুস্রাব | Teen age Problems

Teen Age Problems

Period Time - ঋতুস্রাব
#পিরিয়ড🙂💔


পিরিয়ড এর সময় একটা মেয়ে কতটা কষ্ট সহ্য করতে হয় তার সিকি ভাগ হয়তো আপনি চিন্তাও করতে পারছেন না। 🙂
পিরিয়ড শুরু হওয়ার সাথে সাথে হয়তো তার দাড়িয়ে থাকার শক্তিও হারিয়ে ফেলে । 💔
২৪ ঘন্টার মধ্যে ১৭/১৮ ঘন্টা ব্লিডিং হয়( সবার ক্ষেএে এক নয়) । 😔
প্যাড বা কাপড় ব্যবহার করার ফলে নারীর প্রাইভেট পার্ট ফুলে যায়, শুরু হয় জ্বালা পোড়া। 🙂💔
৩/৬ দিন টানা এই কষ্ট একজন নারীকে সহ্য করতে হয়। 😇

বর্তমানের টেলিভিশনে যখন সেনোরা, freedom, Whisper, স্যানিটারি ন্যাপকিন এড গুলো তে সারা দিন নিশ্চিত থাকুন। leakage এর কোন ভয় নেই। সারাদিন dryness আর সৌরভ । হাসি মুখে ৩২ দাঁত বের করে বলে তখন হয় আপনার পাশে বসে থাকা মেয়েটি দাঁত কামড়ে পেটের ব্যাথা সহ্য করছে। লোক লজ্জা বলতে বা চিৎকার করে কান্নাও করতে পারছে না 😔💔

এড গুলো তে সাদাই প্যাডে নীল রং এর পানি তে একটা মেয়ের কষ্ট বলতে পারছে। পিরিয়ডের ২৪ ঘন্টা আগের থেকে একজন নারীর শরীরে ৫ ধরনের পরিবর্তন শুরু হয়। পরিবর্তন বলবনা বলব অত্যাচার ।
১) প্রচন্ড মাথা ব্যাথা,
২) বমি / খাবার হজম না হওয়া।
৩) তল পেটের ব্যাথা শুরু হয়।
৪) মেরুদন্ডের হাড় ব্যাথা বা কামড়ানো।
৫) মেজাজ খিটখিটে হয়ে যাওয়া।

যারা শরীরে এত গুলো সমস্যা একসাথে শুরু হয় তার কি কোন কাজ করা সম্ভব?
শান্তিতে হয়তো বসতে পারছে না?

আপনি হয়তো তার উপর ঘরের বা অফিসের সব কাজ চাপিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন।

আপনার শরীরে এই হাল হলে আপনি টিকতে পারবেন তো?
নারীর পিরিয়ড নিয়ে হাসিতামাশা নয়।
নারীর পাশে দাড়াঁন এক গ্লাস পানি দিয়ে না হয় বলুন একটু বসো।

না হয় বলুন আজ না হয় কাজ একটু কম করুন।

অনেক সময় হঠাৎ করে ছুটি চেয়ে থাকে আপনার সহকর্মী, তার দিকে ভুতে দেখার মত তাকিয়ে না থেকে সহায়তা হাত বাড়িয়ে দিন।

1 comment:

This is very Interesting Blogging Site. I Post Regularly more types of Interesting topics. Stay with me

Lockdown time Daily Routine | Alone life | West Bengal

Daily Routine | Lockdown Time  West Bengal | Alone Life      #Lockdown_Time #Daily_Routine  #Alone_life লকডাউনে আমার যেভাবে সারা...