প্রিয়তমা
-- পিয়াস হাসান
আজ না হয় তোর কোকড়ানো চুলে আর খোপা নাই করলি,
তবু সেই রমনিই থাকবি।
না হয় আজ আর লেপ্টানো কাজল মুছলি না,
তবু তুই সেই আমারি প্রিয়তমা রইবি।
আজ আর তোকে পায়ে পায়েল পড়তে হবে না,
তোর আলতা মাখা পা 'ই' বেশ লাগছে।
আজ না হয় শাড়ীর কুছি এলোমেলো থাক,
তবু তুই সেই অপ্সরাই থাকবি।
তাতে কি;
তোর হাতে তো বাহারি রেশমি চুড়ি আছে।
রেশমি চুড়ির ঝংকারেে আজ হৃৎস্পন্দন গর্জে উঠে
ওগো, দোহায় তোমার;
চলোনা আজ এই বাসন্তী হাওয়ায় দুজন হারিয়ে যাই।
চলো না গো প্রিয়তমা দুজনাই মিলে যাই দুজনাতে
তুমি তো আমারি প্রিয়তমা,
আমারি অপ্সরা,
তবে নাও না মেনে আমায়
Wow... Nice story
ReplyDeleteValo laghlo
ReplyDeleteবাহ,, অসাধারণ
ReplyDeleteThank you.. Always Pashe thakben
DeleteWow.. Nice story
ReplyDeleteNice
ReplyDelete