Evergreen Bangladesh
Motherland (মাতৃভূমি)
বিশ্ব মানচিত্রে জায়গা পাওয়া ক্ষুদ্র একটি দেশ আমাদের এই বাংলাদেশ। ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর এই দেশটির জন্ম হয়
রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্যে দিয়ে। এদেশের বেশির ভাগ মানুষ গ্রামে বসবাস করে। তাদের প্রধান কাজ হলো কৃষি। এদেশের রয়েছে বিস্তার ফসলের মাঠ। চারদিকে সবুজের সমারোহ। ফসলের জমি চাষ করে এদেশের বেশির ভাগ মানুষ জীবিকা নির্বাহ করে। তাছাড়া এই দেশ নদীমাতৃক দেশ। নদী এদেশের মানুষের জীবনের গুরুত্বপূর্ণ মাত্রা দিয়েছে। নদীতে মাছ ধরে হাজার
হাজার পরিবারের জীবিকা চলে। এদেশের প্রচুর মানুষ দারিদ্র্য স্বীমার নিচে বসবাস করে। যারা প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করে যাচ্ছে তিন বেলা দু' মুঠো ভাত খাওয়ার জন্য।
অন্যদিকে ক্ষরশ্রোতা নদী অভিশাপ হয়ে আসে। পদ্মা, মেঘনা, যমুনা এদেশের সবচেয়ে বড় নদী। আর প্রতি বছর হাজারো মানুষ এই নদীর গুলো গর্ভে হারিয়ে ফেলে তাদের শেষ আশ্রয়।
নদী ভাঙ্গন এদেশের মানুষের খুব পরিচিত সমস্যা।
বাঙালি তার ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে পেলতেছে। আধুনিক হওয়ার নামে মানুষ গুলো তাদের সোনালী অতীত গুলো ভূলে যাওয়ার পথে। যে জাতি বাংলা ভাষার জন্য সংগ্রাম করে জীবন দিয়েছে তারা আজ ইংরেজি না পারার জন্য চাকরি পায় না। এদের মানুষ এতই অকৃতজ্ঞ যে তারা বাঙালির হাজার বছরর শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। এর চেয়ে লজ্জা ও অপমানজনক কিছু হতে পারে না।
যাই হোক অন্য কথায় আসি, বাংলাদেশ একটি মুসলিম দেশ। এদেশের ৯০% মানুষ মুসলমান। হযরত শাহজালাল, শাহপরানের এই জমিন মুসলমানদের রক্তে উর্বর।
বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও প্রাকৃতিক সম্পদে ভরপুর। এদেশে রয়েছে প্রাকৃতিক জ্বালানি গ্যাস, রয়েছে কয়লা, তেল, নানা রকমের কঠিন শিলা। যা আমাদের জন্য খুব উপকারি।
প্রতি বছর অসংখ্য বিদেশি পর্যটক এদেশে ঘুরতে আসেন। তারা কক্সবাজার, সেন্টমার্টিন দ্বীপ, সিলেটের চা বাগান, চট্টগ্রামের সাজেক ভ্যালি, বান্দরবান, রাঙ্গামাটির পাহাড়, সুন্দরবন ঘুরে বেড়ায়।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়েছে বাংলাদেশের জিডিপি। এখন এদেশ উন্নয়নশীল দেশের তালিকায়। দেশের উন্নয়নেে সবাইকে ভূমিকা রাখতে চেষ্টা করা দেশপ্রেমিকের পরিচয়।
দেশ ও দেশের মানুষকে কতটা ভালোবাসি সেটা দেশের বাহিরে থেকে বুঝতেছি। জীবনের শেষ নিশ্বাসটা আমার প্রিয় মাতৃভূমিতে ত্যাগ করতে চাই। অনেক ভালোবাসি আমার সোনার বাংলাদেশকে। 💖
Loading ...
অসাধারণ 😍
ReplyDeletehttps://tushintabassum17.blogspot.com/2020/03/bangla-new-love-story-part-1-what-is.html?m=1#comments
ReplyDeleteNice
ReplyDeleteMost beautiful country in the world
ReplyDelete