Islam the Solution of Human Life
Beauty of Islam
ইসলামের সৌন্দর্য
ইসলাম ৫ টি মৌলিক বিষয় বস্তুর উপরে দন্ডায়মান। (১) কালেমা (২) নামাজ (৩) রোজা (৪) হজ্জ এবং যাকাত। যেকোন মানুষ আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করে আর হযরত মুহাম্মদ (স:) কে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল মেনে কালেমা পড়ে মুসলমান হতে পারবে। মুসলমান হলেই তার উপরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যায়। প্রতিটি মুসলমান নর নারীকে নামাজ পড়া বাধ্যতামূলক। নামাজ মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়লে তার শরীর সুস্থ থাকে। চরিত্র সুন্দর হয়। একজন নামাজি ব্যক্তি কারো ক্ষতি করতে পারে না। করাণ তার মনে সর্বদা আল্লাহর ভয় থাকে।
নামাজ মানুষকে নানাবিধ রোগ থেকে রক্ষা করে। নামাজি ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা।
নামাজ মানুষকে নানাবিধ রোগ থেকে রক্ষা করে। নামাজি ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা।
রোজা আমাদের অনেক কিছু শেখাতে সাহায্য করে। একজন গরীব লোক না খেয়ে থাকার কষ্টটা সবাই অনুভব করতে পারে।
ফলে মানুষের মধ্যে দয়া মায়ার সৃষ্টি হয়। তাছাড়া রোজা আমাদের ধর্যশীল করে তোলে। প্রতিটি সামর্থবান মানুষের উপরে হজ্জ করা ফরজ। হজ্জ করলে ঈমান মজবুত হয়,
আকীদা বাড়ে, তাকওয়াপূর্ণ হওয়া যায়। তাছাড়া গুনাহ মাফ পাওয়া যায়। আল্লাহর ঘরে নামাজ পড়া ও তাওয়াফ করার সৌভাগ্য হওয়া অনেক বড় ব্যপার। নদীর রওজা যিয়ারাত করা মুসলমান হিসাবে বিশাল ব্যপার।
যাকাতের নিসাব পরিমান সম্পদ যার কাছে আছে তার উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত হলো গরিবের হক। একমাত্র ইসলাম ধর্মে এই সুন্দর নিয়মটি রয়েছে। আপনি ধনী হবেন আর গরিবের দেখাশুনা করবেন তা আমার আল্লাহ দেখতে পারেন না। আর তাই গরিবের মাঝে যাকাতের পরিমান অনুযায়ী বিলিয়ে দেওয়া হয়। একজন মুসলমান হতে পেরে আমি গর্ববোধ করি। ইসলাম আমার অহংকার। আর এগুলোই ইসলামের সৌন্দর্য। ইসলামে সবাই সমান। আসুন, ইসলামের ছায়া তলে এসে নিজের জীবনকে রাঙিয়ে তুলি। তাহলে আমাদের জীবন হবে সুন্দর ও পরিমার্জিত। আর পরকালে পাবো চির শান্তির স্থান জান্নাত। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিন -আমিন 💗
সুবহানাল্লাহ 😍
ReplyDeleteIslam is the best
ReplyDeleteI love islam
ReplyDelete