Importance of Family in human life :
একটি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার পরিবার। প্রতিটি মানুষ কোন না কোন পরিবারে জন্মগ্রহণ করে। আর তাই তার চিন্তা চেতনা, স্বপ্ন সবকিছুই তার পরিবার কেন্দ্রিক হয়। পরিবার হচ্ছে মানুষের সবচেয়ে দূর্বল স্থান।
একটি শিশু জন্মের পর থেকেই পরিবারে বড় হয়ে উঠে। আর তাই মনুষ্যত্বের প্রাথমিক শিক্ষা মানুষ পরিবার থেকেই পেয়ে থাকে। পরিবার মানুষকে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের ভেদাভেদ শেখায়। একটি শিশু বড় হয়ে কি হতে যাচ্ছে সেটা অনেকটাই পরিবারের উপরে নির্ভর করে। অনেকগুলো পরিবার নিয়ে আমাদের এক একটা সমাজ তৈরী। আর এই সমাজে চলতে হলে অনেক আচার-আচরণ, নিয়ম কানুন মেনে চলতে হয়। যা আমাদের একজন দায়িত্বশীল মানুষে পরিণত করে। আর এই শিক্ষা গুলো আমরা পরিবার থেকে পেয়ে থাকি। তাই পরিবার আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ।
Shukriya....emn ei thakuk shundor..
ReplyDeleteThank you
DeleteSweet family
ReplyDelete