Translate

Saturday, 14 March 2020

True Love Story : Part-2 সত্যিকারের ভালোবাসা পর্ব-২ || Real Love Story || Pure Love

সত্যিকারের ভালোবাসাঃ Part-2

★★ ২০১৭ সালের ১৫ মার্চ রাতে আমার সেই ভালোবাসার মেয়েটির Facebook Account   খুঁজে পেলাম।  সাথে সাথে Friend Request দিয়ে দিলাম।  ১৬ মার্চ  সকালে মেয়েটির সাথে কথা হলো। মনের সব কথা যতটা পারলাম খুলে বললাম। কিন্তু সন্দেহ হলো সত্যিই কি আমি সেই মেয়ের সাথে কথা বলতেছি.??
তারপর তার মায়ের সেই নাম্বারটি Fill in the Gap হিসাবে দিলাম। নাম্বারটি আমার মুখস্থ ছিল ৯ ফেব্রুয়ারি, ২০১৪ থেকে। মেয়েটি তার মায়ের নাম্বারটি পূরণ করে দিলো। ১০০% নিশ্চিত হলাম এটাই আমার ভালোবাসার সেই মানুষটি।
★★ সারাদিন কথা চলতে থাকলো, মেয়েটি এখনো আমার Friend Request Accept করে নি। ২০১৪ সালের লুকিয়ে  তোলা ছবি গুলো দেখাচ্ছিলাম।  দুজন কিছুটা পিছনে ফিরে গেলাম। Chatting করতে করতে আমার চেখের পানি ঝরতেছিলো। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমার ভালোবাসা যে কতটা পবিত্র ছিল সেটা প্রমাণিত হলো। শুনতে পেলাম তার সম্পর্কটাও Breakup হয়ে গেল। আমি SMS এ আবার প্রপোজ করলাম।
মেয়েটি বললো আমি ভেবে দেখি। আমি ভয় পেয়ে গেলাম আবার। না জানি রিজেক্ট করে দেয় নাকি। ১৭ মার্চ ও সারাদিন ও গভীর রাত পর্যন্ত কথা হলো। তারপর আমার জন্য সব চেয়ে খুশির মূহুর্তটা আসলো। ১৮ মার্চ সে আমার Friend Request Accept করলো এবং তার জীবনের সাথে আমার নামটি লিখে দিলো।
★★ গভীর রাত পর্যন্ত কথা চলতে থাকে দুজনের।  রাগ অভিমান,  খুনসুটি ও শুরু হলো। ধীরে ধীরে আমাদের  ভালোবাসাটা  শিরা উপশিরাতে মিশে গেল। আমি তার হার্টবিট হয়ে উঠি আর সে আমার অক্সিজেন হয়ে উঠলো।  14 April,2017 পহেলা বৈশাখে প্রথম দেখা হয় সম্পর্ক হওয়ার পর। তারপর ১৫ মে তে আমাদের বাসায় অনেক সুন্দর করে প্রপোজ করলাম সবার সামনে। আমার বন্ধু,  ছোট  বোন, তার কাজিন বান্ধবী সবাই উপস্থিত ছিল। সুন্দর মুহূর্ত গুলো সব ক্যামেরা বন্দী করলাম। রাতে আমার জ্বর আসে খুব।
ভূল করে সব ছবি Facebook Upload দিয়ে দিলাম। এটা নিয়ে অনেক ঝামেলা মোকাবিলা করতে হলো। যাইহোক,  দিনটা অনেক বেশি Special হয়ে থাকবে আমাদের জন্য।
★★ এরপর নিয়মিত দেখা করা, ঘুরাঘুরি ও অনেক রোমান্টিক সময় কাটলো দুজনের। ছোটখাটো অনেক রাগ, অভিমান, ভূল বুঝাবুঝি হলো।  তারপরও আমাদের দুজনের মধ্যে অনেক বেশি ভালোবাসা তৈরী হলো।  ১ মিনিটে ৩/৪ টা SMS Send হয়।  কখনো বৃষ্টিতে ভেজা, লুকিয়ে   ঘুরতে যাওয়া, এক সাথে পাহাড়ে উঠা, লেকে নৌকা ভ্রমণ আরো কত কি। কিছু কিছু দিন আছে যা আমরা কখনো ভূলতে পারবো না।  এত কষ্টে পাওয়া ভালোবাসাকে খুব আগলে  রাখতে চেষ্টা করি শত রাগ, ঝগড়া, শাসন সব কিছুর মাঝেও।  সব কিছু ভূলে এক সাথে থাকার নামই ভালোবাসা।  কিছু Special Day আমাদের আরো কাছে আসতে সুযোগ করে দিয়েছে।  💖
  দুজন আল্লাহর রহমতে অনেক Happy আছি। এভাবে বাকি জীবনটা এক সাথে কাটিয়ে দিতে চাই। ("সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না")

** Moral of the Story : True Love Never Die
লেগে থাকো, কপালে থাকলে   অবশ্যই পাবে 💖                       
গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য - ধন্যবাদ    

11 comments:

This is very Interesting Blogging Site. I Post Regularly more types of Interesting topics. Stay with me

Lockdown time Daily Routine | Alone life | West Bengal

Daily Routine | Lockdown Time  West Bengal | Alone Life      #Lockdown_Time #Daily_Routine  #Alone_life লকডাউনে আমার যেভাবে সারা...