True Love Story 💖
সত্যিকারের ভালোবাসার গল্পঃ পর্ব-১
★ প্রেম ভালোবাসা প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো আসেই.. তেমনি আমার জীবনে এসেছিল যখন আমি দশম শ্রেণিতে পড়ি.. সময়টা ২০১৪ সাল. একটি পড়ন্ত বিকেলে হঠাৎ চোখে পড়ল একটি মেয়েকে। যার গায়ে ছিল কালো জামা পড়া ওচোখে চশমা আর সুন্দর মুখের হাসি। দূর থেকেই দেখে প্রেমে পড়ে গেলাম. প্রথম দেখাতে যে প্রেমে পড়া যায় তা জীবনে উপলব্ধি করলাম.. তাকিয়ে রইলাম খানিকটা সময় মেয়েটার দিকে। বুকটা কেঁপে উঠলো। তারপরদিন খবর নিয়ে দেখলাম মেয়েটি অষ্টম শ্রেণীতে পড়ে স্থানীয় একটি স্কুলে. এরপর তার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকা শুরু। দু-একদিন চোখে চোখে ভাব প্রদান করা হলো। একদিন স্কুল থেকে আসার সময় হুট করেই মেয়েটিকে মনের কথা জানিয়ে দিলাম। মেয়েটি বিরক্ত হয়ে চলে গেল।
★ মেয়েটি যে স্কুলে পড়তো ঐ স্কুলে আমার ছোট বোনও পড়াশোনা করতো। ছোট বোনের মাধ্যমে নিজের লিখা জীবনের প্রথম প্রেম পত্রটি মেয়েটির হাতে পৌছালাম। ঐখানে আমার নাম্বার ও ফেসবুক আইডি দিলাম। মেয়েটি কোন উত্তর দিলো না। রাস্তায় উত্তর জানতে চাইলাম বার বার। কিন্তু মেয়েটি উত্তর বলে নি অন্যথায় অনেক বিরক্ত হয়েছি। আমার মনে তখন শুধুই মেয়েটি উঁকি দিচ্ছিলো। খাওয়া খেতে ভালো লাগছিলো না, পড়াশোনায় মন ছিল না। একদিন বিকেলে মেয়েটি স্কুল থেকে বাসায় আসছিল। আমি তাদের বাসার সামনে থেকে দেখতে পেলাম। তারপর লুকিয়ে গেলাম সিঁড়ির নিচে, মেয়েটি সিঁড়ি বেয়ে উঠতেই তার হাত ধরে ফেললাম।
★ মেয়েটিকে বললাম আমাকে তার পছন্দ হয় নাকি, আর আমিও যে তাকে অনেক ভালোবেসে পেলছি তা আবার জানালাম। মেয়েটি সাথে সাথেই অনেক রেগে গিয়ে আমাকে ফিরিয়ে দিলো। আমার ভালোবাসার কোন সাড়া দেয় নি। খুব কষ্ট পেলাম। মন খারাপ নিয়ে বাসায় চলে গেলাম। রাতে খাওয়া খেলাম না, সারারাত জেগে থেকে তার কথা ভাবলাম, আর চেখের কোনে জমেছিল ভালোবাসা না পাওয়ার অশ্রু। কয়েকদিন বাসা থেকে বের হলাম না, মেয়েটিকে ও দেখতে যাওয়া হয় নি। সিদ্ধান্ত নিলাম মেয়েটিকে যেভাবেই হোক পেতে হবে।
যতই আমাকে ফিরিয়ে দিবে আমি তার পিছু ছাড়বো না। এরপর আবার তার পিছনে ঘুরা শুরু করলাম।
★ মেয়েটির সাথে সবসময় তার একটি বান্ধবী স্কুলে আসা যাওয়া করতো। ঐ বান্ধবীর মাধ্যমে কয়েকটি চিঠি দেওয়া হলো মেয়েটিকে। তাতেও কোন লাভ হয় নি। এর মধ্যে আমার এস.এস.সি পরীক্ষা চলে আসলো। ৯ ফেব্রুয়ারি ২০১৪ তে আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় সকাল ৯ঃ২৩ মিনিটে একটি মিস কল আসে আমার মোবাইলে। পরীক্ষা শেষে আমি সেই নাম্বারে কল দিলাম। একটি মহিলা কলটা ধরলো। মিস কল কেন দিলো জিজ্ঞেস করার পর মহিলাটি বলল কোন কল যায় নি আমার মোবাইল থেকে। আমি কল কেটে দিয়ে চিন্তা করলাম মেয়েটি নয় তো..? কেন জানি মনে হলো মেয়েটি তার মায়ের মোবাইল থেকে কল দিয়েছে। বিকেলে আমার নাম্বার থেকে কল দিলাম কিন্তু ধরলো না, এরপর মায়ের নাম্বার থেকে ছোট বোনকে দিয়ে কল দেওয়াতে নিশ্চিত হলাম এইটা সেই মেয়েটি। তার সমস্যা হবে ভেবে কল দেওয়া হতো না ঐ নাম্বারে। মাঝে মাঝে গভীর রাতে ছোট্ট করে মিস কল দিতাম বা SMS দিতাম মেয়েটির দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু কখনো Reply পেতাম না 😭 এভাবে মেয়েটির আসা যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা কিংবা তার বাসার পিছে আড্ডা দেওয়া চলতে থাকলো। ইতিমধ্যে এলাকার অনেকে ব্যাপারটি লক্ষ্য করলো।
★ এলাকার এক বড় ভাই মেয়েটিকে পছন্দ করে বসলো। সে জানতো মেয়েটিকে আমি পছন্দ করি। তাই আমাকে এসে বললেন যে তোমাকে এই মেয়ের জীবন থেকে সরে দাড়াতে হবে। না হয় হুমকি দিলেন মেয়েটির বাবাকে সব বলে দিবে। আমি বললাম ঠিক আছে আমি সরে যাবো মেয়েটির জীবন থেকে। তারা আমার মুখের কথায় বিশ্বাস করে নি। সে ভাবছে আমার সাথে মেয়েটির সম্পর্ক চলতেছে। আমাকে বলা হলো মেয়েটি স্কুল থেকে আসার পথে আমার সামনে মেয়েটিকে বলতে হবে " এত দিন যা করেছি সব দুষ্টুমি ছিল Sorry আমি মজা করছি Just.. আমি বলতে বাধ্য হলাম। মেয়েটি এটাকে অপমান হিসাবে নিলো।
তারপর থেকে আমার কোন চিঠি নিলো না। আমি বলতে পারি নি যে ঐদিন কেন আমি কথাগুলো বললাম। মেয়েটি আমাকে ফালতু ছেলে ভাবলো।
আমি পাগলের মতো চেষ্টা করে গেছি মেয়েটিকে বোঝাতে। কিন্তু আমি কোন সুযোগ পাই নি।
★ এভাবেই আমার সুযোগ হয়ে উঠে নি মেয়েটিকে ভালোবাসার মানুষ হিসাবে কাছে পাওয়ার। কিছুদিন পর জানতে পারি মেয়েটি একটি সম্পর্কে জড়িয়েছে। তাদের বাসার পিছনে আর বেশি যাওয়া হয় না। রাস্তায় আর আগের মতো দাঁড়িয়ে থাকা হয় না। আস্তে আস্তে অভিমান আসতে থাকে মেয়েটির উপরে কিন্তু যতটা ভালোবেসেছি তা ভাসায় প্রকাশ করার মতো নয় আর ভূলে যাওয়াও সম্ভব ছিল না, Facebook এ অনেক মেয়ের সাথে কথা হয়েছে কিংবা ছোট্ট একটা সম্পর্কেও জড়িয়েছিলাম কিন্তু সেই মেয়েকে একটা দিনের জন্যও ভূলা হয় নি, নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে আর পবিত্র হয়ে থাকে তাহলে মেয়েটিকে আমার নসিবে লিখে দিও। আমার বিশ্বাস ছিল একদিন হয়তো কোন Magical or Strangeable ঘটনা ঘটে তাকে পেয়ে যাবো। কিন্তু ঐরকম কিছু হয় নি। ২০১৪-২০১৬ পার হয়ে গেল। গল্পের নতুন অধ্যায়ের শুরুটা সেখানেই।
Part :2 Upcoming (চলবে) https://youtu.be/AiqmucbTKkI
★ মেয়েটি যে স্কুলে পড়তো ঐ স্কুলে আমার ছোট বোনও পড়াশোনা করতো। ছোট বোনের মাধ্যমে নিজের লিখা জীবনের প্রথম প্রেম পত্রটি মেয়েটির হাতে পৌছালাম। ঐখানে আমার নাম্বার ও ফেসবুক আইডি দিলাম। মেয়েটি কোন উত্তর দিলো না। রাস্তায় উত্তর জানতে চাইলাম বার বার। কিন্তু মেয়েটি উত্তর বলে নি অন্যথায় অনেক বিরক্ত হয়েছি। আমার মনে তখন শুধুই মেয়েটি উঁকি দিচ্ছিলো। খাওয়া খেতে ভালো লাগছিলো না, পড়াশোনায় মন ছিল না। একদিন বিকেলে মেয়েটি স্কুল থেকে বাসায় আসছিল। আমি তাদের বাসার সামনে থেকে দেখতে পেলাম। তারপর লুকিয়ে গেলাম সিঁড়ির নিচে, মেয়েটি সিঁড়ি বেয়ে উঠতেই তার হাত ধরে ফেললাম।
★ মেয়েটিকে বললাম আমাকে তার পছন্দ হয় নাকি, আর আমিও যে তাকে অনেক ভালোবেসে পেলছি তা আবার জানালাম। মেয়েটি সাথে সাথেই অনেক রেগে গিয়ে আমাকে ফিরিয়ে দিলো। আমার ভালোবাসার কোন সাড়া দেয় নি। খুব কষ্ট পেলাম। মন খারাপ নিয়ে বাসায় চলে গেলাম। রাতে খাওয়া খেলাম না, সারারাত জেগে থেকে তার কথা ভাবলাম, আর চেখের কোনে জমেছিল ভালোবাসা না পাওয়ার অশ্রু। কয়েকদিন বাসা থেকে বের হলাম না, মেয়েটিকে ও দেখতে যাওয়া হয় নি। সিদ্ধান্ত নিলাম মেয়েটিকে যেভাবেই হোক পেতে হবে।
যতই আমাকে ফিরিয়ে দিবে আমি তার পিছু ছাড়বো না। এরপর আবার তার পিছনে ঘুরা শুরু করলাম।
★ মেয়েটির সাথে সবসময় তার একটি বান্ধবী স্কুলে আসা যাওয়া করতো। ঐ বান্ধবীর মাধ্যমে কয়েকটি চিঠি দেওয়া হলো মেয়েটিকে। তাতেও কোন লাভ হয় নি। এর মধ্যে আমার এস.এস.সি পরীক্ষা চলে আসলো। ৯ ফেব্রুয়ারি ২০১৪ তে আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় সকাল ৯ঃ২৩ মিনিটে একটি মিস কল আসে আমার মোবাইলে। পরীক্ষা শেষে আমি সেই নাম্বারে কল দিলাম। একটি মহিলা কলটা ধরলো। মিস কল কেন দিলো জিজ্ঞেস করার পর মহিলাটি বলল কোন কল যায় নি আমার মোবাইল থেকে। আমি কল কেটে দিয়ে চিন্তা করলাম মেয়েটি নয় তো..? কেন জানি মনে হলো মেয়েটি তার মায়ের মোবাইল থেকে কল দিয়েছে। বিকেলে আমার নাম্বার থেকে কল দিলাম কিন্তু ধরলো না, এরপর মায়ের নাম্বার থেকে ছোট বোনকে দিয়ে কল দেওয়াতে নিশ্চিত হলাম এইটা সেই মেয়েটি। তার সমস্যা হবে ভেবে কল দেওয়া হতো না ঐ নাম্বারে। মাঝে মাঝে গভীর রাতে ছোট্ট করে মিস কল দিতাম বা SMS দিতাম মেয়েটির দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু কখনো Reply পেতাম না 😭 এভাবে মেয়েটির আসা যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা কিংবা তার বাসার পিছে আড্ডা দেওয়া চলতে থাকলো। ইতিমধ্যে এলাকার অনেকে ব্যাপারটি লক্ষ্য করলো।
★ এলাকার এক বড় ভাই মেয়েটিকে পছন্দ করে বসলো। সে জানতো মেয়েটিকে আমি পছন্দ করি। তাই আমাকে এসে বললেন যে তোমাকে এই মেয়ের জীবন থেকে সরে দাড়াতে হবে। না হয় হুমকি দিলেন মেয়েটির বাবাকে সব বলে দিবে। আমি বললাম ঠিক আছে আমি সরে যাবো মেয়েটির জীবন থেকে। তারা আমার মুখের কথায় বিশ্বাস করে নি। সে ভাবছে আমার সাথে মেয়েটির সম্পর্ক চলতেছে। আমাকে বলা হলো মেয়েটি স্কুল থেকে আসার পথে আমার সামনে মেয়েটিকে বলতে হবে " এত দিন যা করেছি সব দুষ্টুমি ছিল Sorry আমি মজা করছি Just.. আমি বলতে বাধ্য হলাম। মেয়েটি এটাকে অপমান হিসাবে নিলো।
তারপর থেকে আমার কোন চিঠি নিলো না। আমি বলতে পারি নি যে ঐদিন কেন আমি কথাগুলো বললাম। মেয়েটি আমাকে ফালতু ছেলে ভাবলো।
আমি পাগলের মতো চেষ্টা করে গেছি মেয়েটিকে বোঝাতে। কিন্তু আমি কোন সুযোগ পাই নি।
★ এভাবেই আমার সুযোগ হয়ে উঠে নি মেয়েটিকে ভালোবাসার মানুষ হিসাবে কাছে পাওয়ার। কিছুদিন পর জানতে পারি মেয়েটি একটি সম্পর্কে জড়িয়েছে। তাদের বাসার পিছনে আর বেশি যাওয়া হয় না। রাস্তায় আর আগের মতো দাঁড়িয়ে থাকা হয় না। আস্তে আস্তে অভিমান আসতে থাকে মেয়েটির উপরে কিন্তু যতটা ভালোবেসেছি তা ভাসায় প্রকাশ করার মতো নয় আর ভূলে যাওয়াও সম্ভব ছিল না, Facebook এ অনেক মেয়ের সাথে কথা হয়েছে কিংবা ছোট্ট একটা সম্পর্কেও জড়িয়েছিলাম কিন্তু সেই মেয়েকে একটা দিনের জন্যও ভূলা হয় নি, নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে আর পবিত্র হয়ে থাকে তাহলে মেয়েটিকে আমার নসিবে লিখে দিও। আমার বিশ্বাস ছিল একদিন হয়তো কোন Magical or Strangeable ঘটনা ঘটে তাকে পেয়ে যাবো। কিন্তু ঐরকম কিছু হয় নি। ২০১৪-২০১৬ পার হয়ে গেল। গল্পের নতুন অধ্যায়ের শুরুটা সেখানেই।
Part :2 Upcoming (চলবে) https://youtu.be/AiqmucbTKkI
কিছুক্ষনের জন্য আমি সেই পুরোনো দিনে হারিয়ে গেলাম৷ সব কিছু জেনও আজও জেন্ত৷ কিছু না জানা কথা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ,, পরবর্তী পার্টএর অপেক্ষাতে রইলাম❤��
ReplyDeleteNice life story
ReplyDeleteNice
ReplyDeleteWish you bea good blogger
ReplyDeleteNice story
ReplyDeleteNice story
ReplyDeleteBest of luck
ReplyDeleteNice story
ReplyDelete