Translate

Sunday, 24 May 2020

Eid ul fitr 2020 || Eid 2020 || Eid mubarak || Eid ul fitr 2020 in India

Eid ul fitr 2020 

Eid Mubarak 

এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদ সন্নিকটে। এইবারের ঈদটা আগের ঈদ গুলোর মতো নয়।  Eid ul fitr 2020 এমন একটা সময়ে উদযাপন হতে চলেছে যে সময় গোটা দুনিয়া করোনা ভাইরাসের হুমকিতে। লকডাউন চলছে গোটা বিশ্ব জুড়ে।  যা ঈদের আনন্দকে শেষ করে দিয়েছে।  

ঈদের কেনাকাটা কিংবা আত্মীয় স্বজনরা মিলে আনন্দ করার তেমন সুযোগ নেই এবার।  সুতরাং বলা যায় এবারের ঈদ অনেকটা সাদামাটা ভাবে উদযাপন হবে। Eid 2020 কে পৃথিবীর সবাই মনে রাখবে।  মুসলমানদের জন্য এটি খুব বেদনাদায়ক ঈদ।                   

 আশা করি পৃথিবী আবারও তার আগের রূপে ফিরে আসবে।  ঈদের সেই হৈচৈ আনন্দ, কেনাকাটা আবারও জমজমাট হবে।  


সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা।  সবাই ভালো থাকবেন,  সচেতন থাকবেন ও সামাজিক দূরত্ব বজায় রাখবেন।  ঈদ মোবারক 

STAY HOME
STAY SAFE 
Eid mubarak 💖                         

Wednesday, 20 May 2020

পবিত্র লাইলাতুল কদর ও তার ফজিলত | কদর রাত্রি ও কুরআন নাযিল | Shob e Kodor

পবিত্র শবে কদরঃ-

কুরআন নাযিল   

পবিত্র রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রি গুলো শবে-কদর হওয়ার সম্ভাবনা রয়েছে।  এই রাতের তাৎপর্য বলে শেষ করা যাবে না।  মুসলমানদের জন্য এটি একটি মহমান্বিত রাত। এই রাত হাজার বছরের শ্রেষ্ঠ রাত। 
আমরা শেষ নবীর উম্মত।  যারা দুনিয়াতে খুব অল্প সময় হায়াত নিয়ে এসেছি। আমাদের পূর্বে নবী-রাসুলের উম্মত লম্বা সময় হায়াত পেয়ে আল্লাহর ইবাদতের সুযোগ পেয়েছেন।  আর তাই মহান আল্লাহ আমাদের এই রাতটিতে আমাদের হাজার বছরের ইবাদতের মতো সুযোগ করে দিয়েছেন। 

আমরা জানি, পবিত্র কুরআন যার সংস্পর্শে গিয়েছে সে সম্মানিত হয়েছে।  যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপরে কুরআন নাযিল হয়ে উনি হয়েছেন সুমহান সম্মানের অধিকারী।  আমরা কুরআন পেয়ে অনেক ভাগ্যবান হয়েছি।  আবার এই রমজান মাসও কুরআন নাযিলের মাস। আর তাই এই মাস বছরের শ্রেষ্ঠ  মাস।  অন্যদিকে শবে কদরের রাতে কুরআন নাযিল হওয়াতে এই রাতের সম্মান ও গ্রহণযোগ্যতা আল্লাহর নিকট অনেক বেশি। 

শবে কদরের রাতে আল্লাহর রহমতের ভান্ডার উন্মুক্ত করে দেওয়া হয়, ক্ষমার অনেক বড় সুযোগ দিয়েছেন আল্লাহ তাঁর বান্দাদের এই রাতে।  যেকোনো পাপি বান্দা এই রাতে মন থেকে তওবা করে ভালো পথে ফিরে আসলে মহান আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেন। 
 আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এই রাতে একটি দোয়া বার বার পড়তে বলেছেন।
দোয়াটি হলোঃ-

আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।
অর্থঃ- হে আল্লাহ!  আপনি ক্ষমাশীল,  আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আমাদের ক্ষমা করো।

এই দোয়া পড়লে আল্লাহর নিকট ক্ষমা পাওয়ার অনেক বেশি সুযোগ থাকে।  তাই আমাদের উচিত কদরের রাতে এই দোয়াটি বার বার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
আল্লাহ সবাইকে বুঝ দান করুন।  সবাইকে আমল করার তৌফিক দিন- আমিন
   

Friday, 8 May 2020

What is Period? | Period Problems | ঋতুস্রাব | Teen age Problems

Teen Age Problems

Period Time - ঋতুস্রাব
#পিরিয়ড🙂💔


পিরিয়ড এর সময় একটা মেয়ে কতটা কষ্ট সহ্য করতে হয় তার সিকি ভাগ হয়তো আপনি চিন্তাও করতে পারছেন না। 🙂
পিরিয়ড শুরু হওয়ার সাথে সাথে হয়তো তার দাড়িয়ে থাকার শক্তিও হারিয়ে ফেলে । 💔
২৪ ঘন্টার মধ্যে ১৭/১৮ ঘন্টা ব্লিডিং হয়( সবার ক্ষেএে এক নয়) । 😔
প্যাড বা কাপড় ব্যবহার করার ফলে নারীর প্রাইভেট পার্ট ফুলে যায়, শুরু হয় জ্বালা পোড়া। 🙂💔
৩/৬ দিন টানা এই কষ্ট একজন নারীকে সহ্য করতে হয়। 😇

বর্তমানের টেলিভিশনে যখন সেনোরা, freedom, Whisper, স্যানিটারি ন্যাপকিন এড গুলো তে সারা দিন নিশ্চিত থাকুন। leakage এর কোন ভয় নেই। সারাদিন dryness আর সৌরভ । হাসি মুখে ৩২ দাঁত বের করে বলে তখন হয় আপনার পাশে বসে থাকা মেয়েটি দাঁত কামড়ে পেটের ব্যাথা সহ্য করছে। লোক লজ্জা বলতে বা চিৎকার করে কান্নাও করতে পারছে না 😔💔

এড গুলো তে সাদাই প্যাডে নীল রং এর পানি তে একটা মেয়ের কষ্ট বলতে পারছে। পিরিয়ডের ২৪ ঘন্টা আগের থেকে একজন নারীর শরীরে ৫ ধরনের পরিবর্তন শুরু হয়। পরিবর্তন বলবনা বলব অত্যাচার ।
১) প্রচন্ড মাথা ব্যাথা,
২) বমি / খাবার হজম না হওয়া।
৩) তল পেটের ব্যাথা শুরু হয়।
৪) মেরুদন্ডের হাড় ব্যাথা বা কামড়ানো।
৫) মেজাজ খিটখিটে হয়ে যাওয়া।

যারা শরীরে এত গুলো সমস্যা একসাথে শুরু হয় তার কি কোন কাজ করা সম্ভব?
শান্তিতে হয়তো বসতে পারছে না?

আপনি হয়তো তার উপর ঘরের বা অফিসের সব কাজ চাপিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন।

আপনার শরীরে এই হাল হলে আপনি টিকতে পারবেন তো?
নারীর পিরিয়ড নিয়ে হাসিতামাশা নয়।
নারীর পাশে দাড়াঁন এক গ্লাস পানি দিয়ে না হয় বলুন একটু বসো।

না হয় বলুন আজ না হয় কাজ একটু কম করুন।

অনেক সময় হঠাৎ করে ছুটি চেয়ে থাকে আপনার সহকর্মী, তার দিকে ভুতে দেখার মত তাকিয়ে না থেকে সহায়তা হাত বাড়িয়ে দিন।

Lockdown time Daily Routine | Alone life | West Bengal

Daily Routine | Lockdown Time  West Bengal | Alone Life      #Lockdown_Time #Daily_Routine  #Alone_life লকডাউনে আমার যেভাবে সারা...